চলচ্চিত্র তত্ত্ব ও গবেষণায় আগ্রহীদের জন্য এই গ্রন্থ– তবে সমাজ-সংস্কৃতি-গণমাধ্যম তত্ত্ব ও গবেষণায় আগ্রহী যে কারোর জন্যই বইটি পাঠ্য হতে পারে। বইটি স্বল্পায়তনের, আগ্রহীদের জন্য সংক্ষেপে বিষয়গুলো হাজির করাই এই বইয়ের লক্ষ্য। চলচ্চিত্র বিষয়ক তত্ত্ব সম্পর্কে ইতোপূর্বে কেউ কেউ লিখলেও, চলচ্চিত্র গবেষণা বিষয়ে ইতোপূর্বে তেমন কিছু বাংলা ভাষায় রচিত হয় নি। এই গ্রন্থটি সেই শূন্যস্থান পূর্ণ করবে বলে আশা করা যায়।