মুক্তিযোদ্ধা সুধন্যর দেওয়া খাতায় লিখছে বেণু। পারিবারিক গল্প, কিন্তু সেই কাহিনি তাদের নয়। অস্থির সময়ের। খুলনা জেলে ঘটে যাওয়া কয়েদি বিদ্রোহ আর জিম্মি মুক্তি অভিযানের। যখন ব্যক্তি সমাজরাষ্ট্র একাকার। খরস্রোতা ভৈরবের বাঁকাজলের মতোই, রক্তাক্ত সময় ও মানুষের আখ্যান