নাসরীন জাহান কবিতা লেখেন। কেউ কেউ হয়তাে অবাক হচ্ছেন। কিন্তু তারা এটা জানেন না যে, সাহিত্যচর্চার শুরুতে তিনি কবিতা ও ছড়াই লিখতেন। পরে ঝুঁকে পড়েন কথাসাহিত্যে। তাঁর প্রথম গদ্যের বই প্রকাশিত হয় ১৯৮৫ সালে। আর ২০১৯ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম কাব্যগ্রন্থ। অবশ্য নাসরীন জাহানের পাঠকমাত্রই তাঁর কবিতার সঙ্গে সুপরিচিত। তার গল্প-উপন্যাসে মাঝে মাঝেই উঁকি দেয় কবিতা, বিভিন্ন বাক্যও কবিতার মতাে। যেমন- সম্পর্ক শুকিয়ে গেলে জলে কী হয়? শরীর শরীর পান করছে, এমন অজস্র আনুভূতিক পঙক্তি ।
এ বইয়ের কবিতা জুড়ে আছে প্রচুর বৃষ্টি-পাখির উড়াল আর সমুদ্রের উচ্ছাস। সমুদ্র যেন এক খুলে থাকা ঝড়। বহুমাত্রিক বিষয় নিয়ে কবিতার শিরা ধরে হেঁটেছেন তিনি। উপমা প্রয়ােগেও অভিনবত্ব লক্ষ্যনীয়। আর নাসরীনের যে প্রিয় বিষয়- মনস্তত্ত্ব কথাসাহিত্যের মতাে এখানেও মানব মনের আলাে-ছায়া অপূর্ব ব্যঞ্জনায় মূর্ত হয়ে উঠেছে। দেখা যায় জাদুবাস্তবতার প্রতিফলন।
পাশাপাশি সমসাময়িক বিষয়ও এই কাব্যগ্রন্থে উঠে এসেছে।
এই গ্রন্থ কবিতাপ্রেমীদের পাশাপাশি নাসরীনের কথাসাহিত্যের পাঠকদেরও আকৃষ্ট করবে। এতে কোনাে সন্দেহ নেই।