ই সম্পর্কে লেখকের মতামতঃ
প্রতিটি দেশ বা সংস্কৃতির মানুষই নির্দিষ্ট কোন ভাষায় কিছু সাধারণ ভুল বা Patterned Mistake করে যা প্রধানত অন্যের দেখে-শুনে বা অনুসরণ করে শেখা। আমরাও তার ব্যতিক্রম না। ইংরেজিতে আমরা বাংলাদেশীরা কিছু ভুল করে থাকি যার অধিকাংশই আমরা অন্যের শুনে বা দেখে (যেমনঃ সিনেমা, স্যোশাল মিডিয়া ইত্যাদি) শেখা। ইংরেজি একটি ভাষা ছাড়াও একটি পাঠ্যবিষয় এবং প্রতিদিনের যোগাযোগ (communication) এর চেয়ে পরীক্ষা বা শ্রেণীকক্ষের জন্য আমরা ইংরেজিকে বেশি গুরুত্ব দেই। তাই অনেক ক্ষেত্রে কথ্য ভাষা সবসময় ব্যবহার করতে পারি না। এই বইটিতে আমি Grammatical ভুল ছাড়াও Formal এবং Informal ইংরেজির তুলনামূলক ব্যবহার দেখানোর চেষ্টা করেছি যেখানে Formal ইংরেজি ব্যবহারকে উৎসাহিত করেছি যেন তা আমাদের শ্রেণীকক্ষ, প্রতিযোগিতামূলক পরীক্ষা বা যেকোন ধরণের Writing এবং Speaking-এর জন্য গ্রহণযোগ্য হয়।
আমার ১১ বছরের অধিক সময় ইংরেজি শিক্ষকতায় যে ভুলগুলো শিক্ষার্থীদের এবং ইংরেজি ব্যবহারকারীদরে মাঝে যে ভুল বা Formal/ Academic ইংরেজিতে অনুৎসাহিত করা হয় এমন expression গুলো পযৰ্বেক্ষণ করেছি সেগুলো আলোচনা করেছি। বইটি যেকোন শ্রেণীর শিক্ষার্থী, SSC/HSC বা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষার্থী, চাকুরি পরীক্ষায় অংশগ্রহণকারী সহ সকলের উপকারে আসবে।