জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রকাশিত বর্তমান গ্রন্থে দেশের কীর্তিমান এগারোজন গুণীর রচনার মধ্যদিয়ে বাঙালির রাষ্ট্রসাধনায় বঙ্গবন্ধুর অবদান বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করা হয়েছে। এসব লেখা থেকে এটা স্পষ্ট হয়ে উঠেছে যে বহু যুগ ধরে বাঙালির স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা তার সফল রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর প্রজ্ঞাবান নেতৃত্ব ছাড়া গণতান্ত্রিক এ সংগ্রামের চূড়ান্ত বিজয় অর্জন সম্ভব ছিল না। বঙ্গবন্ধুর নির্মম জীবনাবসানের জন্যে বাঙালির শোক পরিণত হয়েছে শক্তিতে। জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আজ দিকে দিকে বঙ্গবন্ধুর জীবনকে উদযাপন করা হচ্ছে। বঙ্গবন্ধু ধ্রুবতারা হয়ে রয়েছেন আমাদের চলার পথের।