গীতিকবিতা মানবমনকে যোগান দেয় ছন্দ। ছন্দ মনে প্রবাহিত করে আনন্দ। ছন্দোসিক্ত এ প্রসিদ্ধ ধারা মনকে করে উজ্জীবিত এবং দেহকে দেয় অনুভূতি। অনুভূতি জীবনকে করে উন্নত ও সমৃদ্ধ। হৃদয়ের মাঝে উদ্দীপনা জাগানোর লক্ষ্যে সৃষ্টির প্রতি স্রষ্টার দান এবং স্রষ্টার প্রতি সৃষ্টির কৃতজ্ঞতা ছন্দোময় আকারে প্রকাশ করে মানবকল্যাণের প্রয়াস চালানো হয়েছে এ কাব্যগ্রন্থে।