বাংলাদেশে আইন, বিচার ব্যবস্থা এবং জনগণের অধিকার প্রসঙ্গে দৈনিক প্রত্রিকায় প্রকাশিত প্রবন্ধ নিয়ে বইটি পরিকল্পিত। নাগরিক জীবনে মৌলিক অধিকার, সামাজিক ন্যায়বিচার, আইনি পদক্ষেপ, আদালতের কার্যকারিতা, প্রায়োগিক সীমাবদ্ধতা ও বাস্তবতার প্রেক্ষাপট প্রবন্ধের বিষয়বস্তু। বিচার ব্যবস্থায় শিশুর সুরক্ষা, প্রতিবন্ধী শিশুর অধিকার, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আইনি পদক্ষেপ, শ্রমিক জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, জনগণের তথ্য পাওয়ার অধিকার, আদালতে বাংলা ভাষার অবস্থান- এসব নানা বিষয় উঠে এসেছে প্রবন্ধসমূহে। এতে করে বিভিন্ন সময়ের আইন, সামাজিক সচেতনতা ও আইনের সফলতা-ব্যর্থতা প্রসঙ্গে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। বইটি আইনের শিক্ষার্থী, গবেষক, নীতি নির্ধারক ও মাঠ পর্যায়ে কর্মী -সবার জন্য কাজে লাগবে।