কবি জীবনানন্দ দাশ তাঁর স্বল্পদৈর্ঘ্য জীবনে নানা সংকটে বিরুদ্ধে সংগ্রামে সদা নিরত থেকেও কমপক্ষে আড়াই হাজার কবিতা লিখেছিলেন। আমাদের সংগৃহীত অনধিক ১৭০০ কবিতার পাণ্ডুলিপি থেকে ৭৫টি কবিতার পাণ্ডুলিপি চিত্র এ গ্রন্থে সন্নিবেশন করা হলো।
পাণ্ডুলিপির সঙ্গে দেয়া হয়েছে কবিতার প্রকাশিত বা পাঠোদ্ধারকৃত টেক্সট। প্রকাশের আগে জীবনানন্দ অনেক কবিতা পরিমার্জনা করেছেন যার ফলে মুদ্রিত কবিতা ও পাণ্ডুলিপির মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছে। এই গ্রন্থ পাঠককে কবির হাতের লেখার সঙ্গে পরিচয় করিয়ে দেবে। একই সঙ্গে পাণ্ডুলিপির সঙ্গে কবিতার টেক্সটের পার্থক্য পরিলক্ষ ক’রে পাঠক অবাক ও কৌতূহলী হয়ে উঠবেন।
তবে এ থেকে তিনি প্রাথমিক খসড়া থেকে কবিতার চূড়ান্ত অবয়ব নির্মাণের জীবনানন্দীয় প্রকরণ সম্পর্কে কিছু ধারণা অর্জন করতে পারবেন। কীভাবে জীবনানন্দ শব্দ বদল করেছেন বা একটি পঙক্তি কেটে দিয়ে লিখেছেন নতুন আরেকটি পঙক্তি, তা এক বিস্ময়কর অভিজ্ঞতা।