ছোটবেলায় একবার হারিয়ে গিয়েছিলাম স্বপ্নের ভিতর। তখন হঠাৎ একজন পাগলের সাথে দেখা হয়েছিল। আমাকে দুটো লাল চোখ তীব্রভাবে লক্ষ করছিল। ভীষণ ভয় পেয়েছিলাম। হঠাৎ সে আমার কাছে এসে বলল, কী চাস এখানে। আমি বললাম, জানি না। আবার জিজ্ঞেস করল, কী হতে চাস? আমি কিছু না ভেবেই বললাম, কবি হতে চাই। এটা শুনে পাগল লোকটি উচ্চস্বরে হাসতে লাগল। আমি কিছুটা অবাক ও ভয় পেলাম। লোকটি আরও কাছে এসে কানের কাছে মুখ রেখে ফিসফিস করে বলল, ‘লেগে থাকিস।’ সেই থেকে আমি লেগে আছি কবিতার পেছনে। দূরবীনের সামনে অনেকগুলো শূন্যের পাশে একটি ব্যর্থ শূন্য যোগ করে যাচ্ছি প্রতিনিয়ত।
হিসেব না হয় বাকি থাকল ব্যক্তিগত খাতায়।
সজল আহমেদ