একটা বিচিত্র আয়নাকে ঘিরে এই কাহিনি জট পাকায়। আয়নার সামনে যে-ই দাঁড়ায়, তার কঙ্কাল দেখা যায়। কঙ্কাল আবার হড়বড় করে বলে যায় মানুষটার গোপন সব কর্মকাণ্ড। এটা মারাত্মক ব্যাপার। কেউই চায়না তার গোপন ক্রিয়াকলাপ প্রকাশ্যে বেরিয়ে আসুক।
এই ঘটনাকে অনেকে অনেকভাবে ব্যাখ্যা করে। প্রশ্ন ওঠে-তবে কি আয়নার কঙ্কালটা মানুষের আরেকটা সত্তা, যেটা মানুষের ভেতরে চুপটি করে বসে থেকে তার ভালোমন্দ যাচাই করে? ব্যাপারগুলো আরও রহস্যময় ও ভীতিকর হয়ে ওঠে যখন আমরা জানতে পারি, আয়নাটা কেনা হয়েছে জ্যান্ত হয়ে ওঠা এক মৃত মানুষের কাছ থেকে!
এ রকম কিছু ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হতে যাচ্ছেন আপনি। আপনার জন্য শুভকামনা।