পৃথিববীর সবচেয়ে আলোচিত শিশু শেখ রাসেল। তাকে নিয়ে যত গল্প, কবিতা, ছড়া ও গান লেখা হয়েছে সম্ভবত পৃথিবীর আর কোনো শিশুকে নিয়ে এত কিছু লেখা হয়নি। এর কারণ হলো শিশু রাসেলের কথা মনে হলেই চোখে ভেসে ওঠে নিষ্পাপ, প্রাণবন্ত এক শিশুর মুখ যাকে মাত্র ১১ বছর বয়সে নির্মমভাবে হত্যা করে একদল নরপিশাচ। ঘাতকের বুলেটের আঘাতে বাবা-মায়ের লাশের পাশে লুটিয়ে পড়ে শিশু রাসেল। সমস্ত পৃথিবী যেন কেঁপে ওঠে তার আর্তনাদে। ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িটি রক্তে ভেসে যায়।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, ইতিহাসের মহানায়ক স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর জন্মগ্রহণ করেন। বঙ্গবন্ধু তাঁর একজন প্রিয় লেখক ও ইংরেজ দার্শনিক বার্ট্রান্ড রাসেলের নামানুসারে পরিবারের সর্বকনিষ্ঠ সদস্যের নাম রাখেন রাসেল। পরিবারের সবার ভালোবাসার মধ্যমণি ছিল শিশু রাসেল।
১৯৭৫ সালের ১৫ আগস্ট যখন ধানমন্ডির ৩২ নম্বরে নরপিশাচরা জাতির পিতাকে হত্যা করে, তখন তারা শিশু রাসেলকেও রেহাই দেয়নি। কান্না বিজড়িত কণ্ঠে শিশু রাসেল বলেছিল, ‘আমি মায়ের কাছে যাব।’ ঘাতক এসে বলল, ‘চল, তোকে তোর মায়ের কাছে দিয়ে আসি।’ এই বলে ঘাতক তাকে ভেতরে নিয়ে যায় এবং ব্রাশ ফায়ার করে। কী নির্মম এই হত্যাকান্ড। ইতিহাসের পাতায় এমন হত্যাকান্ড বিরল।