মুক্তিযুদ্ধে আমাদের দেশের প্রায় সব লেখক-শিল্পী ও সংস্কৃতিসেবী অংশ নিয়েছিলেন। একইভাবে আন্তর্জাতিক পরিসরেও কবিতা লিখে ও পাঠ করে, গান গেয়ে, ছবি এঁকে ও সংহতি আন্দোলন গড়ে তুলে আমাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন বিশ্বনন্দিত কবি-সাহিত্যিক-শিল্পীরা। আর্জেন্টিনার খ্যাতনামা লেখক রবীন্দ্র প্রীতিধন্য ভিক্টোরিয়া ওকাম্পো, নোবেলজয়ী মার্কিন কবি ও গায়ক বব ডিলান, গায়ক জর্জ হ্যারিসন, জোয়ান বায়েজ, কবি অ্যালেন গিন্সবার্গ, রুশ কবি আন্দ্রেই ভজনেসেনস্কি, যুক্তরাজ্যের অস্কারজয়ী অভিনেত্রী গ্লেন্ডা জ্যাকসন এবং ভারতের পণ্ডিত রবিশঙ্কর, গায়ক ও সুরকার শচীন দেববর্মন, সলিল চৌধুরী, লতা মঙ্গেশকর, চলচ্চিত্র নির্মাতা ও লেখক সত্যজিৎ রায়, শিল্পী মকবুল ফিদা হুসেন, কবি কাইফি আজমিসহ অনেকে যুদ্ধের সেই দিনগুলোতে আমাদের প্রতি সহমর্মিতা জানিয়েছিলেন, বাড়িয়েছিলেন ভালোবাসার হাত। এ বইয়ের লেখক মতিউর রহমান নানা সূত্র থেকে তথ্য সংগ্রহ করে যুদ্ধের সেই দিনগুলোতে বিদেশি লেখক-শিল্পী বন্ধুদের অবদান বিশদভাবে তুলে ধরেছেন। সাধারণ পাঠকের কৌতূহল নিবৃত্তির পাশাপাশি লেখক-গবেষকদের জন্য বইটি এক আকরগ্রন্েথর মর্যাদা পাবে।