মরবার আগে আমি মরি না উপল তালুকদারের মিশ্রস¦াদের কবিতার বই। এ বইয়ে উত্তরাধুনিক বিপন্ন অনুভবের কবিতা যেমন আছে, তেমনই আছে ‘আধুনিক কবিতা’ বলে কথিত সেকেলে লুতুপুতু কবিতাও; রয়েছে সমকাল ও পরিপার্শ্বকে বিদ্ধ করা শ্লেষাত্মক তির্যক কিছু কবিতা-যে কবিতাগুলোকে পাঠক রাজনৈতিক কবিতাও ভাবতে পারেন-আবার না-ও ভাবতে পারেন। অজ্ঞাতকে ও অনির্ণীতকে উদ্দিষ্ট করে লেখা অপর একশ্রেণির কবিতায় পাঠক কখনও বস্তুবাদী জীবনোপলব্ধির, কখনও সহজিয়া ঈশ্বরভাবনার দ্যোতনা পেতেও পারেন-আবার না-ও পেতে পারেন। শিল্পসফল কবিতার নির্দিষ্ট একটি অর্থ থাকে না-পাঠকের উপলব্ধিতে তা বিচিত্র ও বহুমুখী। কবিতায় কবি কী বোঝাতে চেয়েছেন সেটা ততটা জরুরি নয়, যতটা জরুরি কবিতাপাঠ করবার পরে পাঠক কী বুঝলেন সেইটে।