বঙ্গবন্ধু বাঙালি জাতির চেতনার বাতিঘর। স্বাধিকার-স্বাধীনতা, শিক্ষা-সংস্কৃতি, রাজনীতি-অর্থনীতি, ইতিহাস-ঐতিহ্য, স্বপ্ন-সম্ভাবনা; জীবন যুদ্ধের সমুদয় আয়োজনে সর্বশীর্ষে তিনি সমাসীন। তিনি ভীরু বাঙালিকে দিয়েছেন বীরের মর্যাদা, সমহীমায় তুলে ধরেছেন বিশ্বের দরবারে। এদেশের ধুলি কণায় তিনি তুলে ধরেছেন পরশপাথর। কখনো তিনি রাখাল রাজা, কখনও খোকাবাবু, কখনওবা বাঙালির চেতনায় অনুরণন সৃষ্টিকারী মহারাজাধিরাজ। এভাবেই কবিতার আদলে এক অবিনাশী চরিত্রের ধারাবাহিক আবর্তনের চিত্ররূপময় হার্দিক প্রকাশ।