উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র আতিয়ারের দুটো সত্তা, একটি জাগতিক ও প্রকাশ্য, যেখানে সে একজন প্রেমিক, বাবা, পায়রার ব্যবসায়ী অর্থাৎ আর দশটা সাধারণ মানুষের মতো; আর অন্য সত্তাটি গোপন ও সযতুলালিত, যেখানে সে একজন পাখিভক্ত, প্রকৃতিপ্রেমী, গড়পড়তা পাঁচজন থেকে আলাদা। ঐ গোপন সত্তার মানুষটি বস্তুত আসল আতিয়ার; কেননা, পার্থিব সমস্যার পরিত্রাণ পেতে বরাবর সে আশ্রয় খুঁজেছে ঐ অকৈতব সত্তায়। এ অপ্রকাশ্য সত্তাটি যুগোপভাবে তার আনন্দ আর ভরসার জায়গা। কিন্তু একদিন যখন দুটো সত্তাই সমানভাবে পীড়িত হয়, তার অস্তিত্বের ভিতর বাহির প্রচণ্ডভাবে ঝাঁকুনি খায়, তখন কী দাঁড়ায়। এসব নিয়েই এই অনন্য স্বাদের উপন্যাস। নতুন থিমের, নতুন স্ট্রাকচারের এই উপন্যাসটি শুধু মোসাদ্দেক আহমেদের কলমে কেনো, গোটা বাংলা কথাসাহিত্যেই বিরল!