“দেও” বইয়ের ফ্ল্যাপের লেখা:
চির পরিচিত এই ভুবনের আড়ালে আছে অন্য একটি ভুবন । পরাবাস্তবতার ভুবন, অপার্থিব প্রাণীদের ভুবন । সে ভুবনের গল্পগুলি ক’জনেই বা জানে? সাদামাটা মেয়ে সালমা যখন গ্রাম থেকে এসে শহরে সংসার পাতে, সঙ্গী হয় অসংখ্য ইঁদুর। সালমা বলে, ইঁদুরগুলাে তাঁর পােষ মানানাে। সত্যিই কি সালমা বুঝতে পারে বিচিত্র সেই প্রাণীগুলাের ভাষা? রূপবান এক পুরুষ ভালােবেসে বিয়ে করেছেন খুব ভালােবাসার মেয়েটিকে । কিন্তু দুজনের মাঝে এই ছায়ামুর্তি কার? অশরীরী এক কুৎসিত অস্তিত্বের উপস্থিতিতে দুর্বিষহ। দুটি মানুষের জীবন। একজন বদ্ধ উন্মাদ, অন্যজন… রমজান আলীর গােটা জীবন কেটে গেছে এক নারীর প্রতীক্ষায়। সে প্রেত নাকি মানুষ, তা আজতক জানতে পারেননি তিনি। কেবল জীবনের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করেছেন… আসবে সে, বহুকাল আগে করে যাওয়া ওয়াদা পূরণ করার জন্যে আসবেই সে… সে অমর, অক্ষয়, সে অনন্ত যৌবনা । সে… কিংবা তারা… পরাবাস্তবতার ভয়াল এক প্রাণী- “দেও”।