ফ্ল্যাপে লেখা কিছু কথা
১৯৭১-এ নয় মাস রক্তক্ষয়ী এক মহা-মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে আমাদের বাংলাদেশটি স্বাধীন হয়। হাজার বছর ধরে বিদেশী শক্তির কাছে পরাধীনতায় নত বাঙালি জাতির সেই সময় জাতীয় মুক্তি ঘটে। কিন্তু উনিশশো একাত্তরে যে মুক্তিযুদ্ধ শুরু হয় তারও বহু আগে থেকেই বাঙালি জেগে উঠেছিল ধীরে ধীরে তারই ধারাহিকতায় বাঙালি সশস্ত্র সংগ্রাম করে স্বাধীনতা অর্জন করে। এই স্বাধীনতা আমাদের জাতীয় ইতিহাসের মহান অর্জন। শিশু কিশোরদের জন্যে লেখা এই মুক্তিযুদ্ধের উপন্যাসটিতে আমাদের সেই বীরগাঁথা লিপিবদ্ধ করার চেষ্টা করা হয়েছে।