করোনা পরিস্থিতি বিভিন্ন দৈনিকে গল্পগুলো প্রকাশিত হয়েছে শান্তা ফারজানার। তাঁর গল্পগুলো আমাদের সমাজের আয়না হয়ে বারবার দেখা দিয়েছে। তিনি যুগের বেশি সময় ধরে সাহিত্যমানের দিক থেকে যে নান্দনিক অবস্থান নির্মাণ করেছেন, সেই নির্মাণের পথ ধরে শান্তা ফারজানার ১০ টি হৃদয়গ্রাহী গল্প নিয়ে ‘মুখাগ্নি’ মলাটবদ্ধ হয়েছে। গ্রন্থটি যে কোন পড়ুয়াকে করবে ঋদ্ধ…