বাংলাভাষা নিয়ে এতকাল যে ঘৃণা ও বিদ্বেষের মাধ্যমে, কিছু বকধার্মিক মুসলামন হিন্দুর ভাষা বলে, একুশে ফেব্রুয়ারিতে হত্যা পর্যন্ত ঘটিয়ে ফেলল, বাঙারিদের এবং কিছু বকধার্মিক হিন্দুও বাংলাভাষাকে স্লেচ্ছদের ভাষা, ছোট লোকের ভাষা বলে অবহেলা করত। অবশেষে তাদের বাংলাভাষার ফিরে আসতে হলো, আসলে বাংলাভাষা কোনো সম্প্রদায়ের ভাষা নয় তবে, বাঙালির ভাষা একথায় আমি এক গ্রন্থে জানাতে চেয়েছি। সাম্প্রদায়িক মনস্ক কিছু হিন্দু, মুসলমান সকল সমস্যার জন্য দায়ী। এই ধরনের মানুষকে উপলক্ষ করেই বঙ্গবন্ধু বলেছিলেন. ‘যার মনের মধ্যে আছে সাম্প্রদায়িকতা সে বন্য জীবের সমান।’