হে সন্তপ্ত সময় মূলত ইতিহাসনির্ভর একটি উপন্যাস। ’৭৫-এর ঘটনাবলি অবলম্বনে লেখা। তবে অবশ্যই ইতিহাস নয়। এই উপন্যাসের নায়ক-নায়িকারা অনেকেই জীবিত। অনেকেই মৃত। কিন্তু তাদের কাউকে কোনো প্রকারে হেয় বা বড় করে তুলে ধরার প্রবণতা এখানে নেই। বরং ১৯৭৫ ও তার পরবর্তীকালে সদ্যস্বাধীনতাপ্রাপ্ত এই দেশটিতে যা কিছু ঘটেছিল, তা কারবালার করুণতার সঙ্গে তুলনা করা যায়। সেই দৃষ্টিতে লেখকের নিজস্ব বয়ানে বিভিন্ন বই ও পত্রিকার সাহায্যে একটি উপন্যাস রচনার প্রয়াস মাত্র। এই উপন্যাসের মূল বিষয় হচ্ছে পিতা-মাতা এবং প্রায় সর্বস্ব হারিয়ে দু-বোনের সংগ্রামী জীবনের আলেখ্য। উপন্যাসটির কাল ১৯৭৫ থেকে ১৯৮১ সাল পর্যন্ত বিস্তৃত।