বন্ধুরা, তোমাদের প্রিয় কিশোর বাংলা আবারও হাজির হয়ে গেল ঈদ সংখ্যা, ২০২২ নিয়ে। এই সংখ্যায় তোমাদের জন্য রয়েছে পূর্ণাঙ্গ উপন্যাস, অনেকগুলো গল্প, মজার মজার কমিকস, ছড়া—কবিতা ও বেশ কিছু ফিচার। ঈদুল ফিতর আমাদের সবচেয়ে বড় উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আসবে এই মজাদার ঈদ। নতুন কাপড়, মুখরোচক সব খাবারের সাথে কিশোর বাংলা’র এই ঈদ সংখ্যাটি যোগাবে বাড়তি আনন্দ। বন্ধুরা, ঈদের মজা কিন্তু তখনই পরিপূর্ণ হবে যখন তোমাদের আশেপাশে সবাই ঈদটা মজা করে করতে পারবে। তাই, তোমাদের আশেপাশে যারা দরিদ্র, তারাও যেন আনন্দের সাথে ঈদটা করতে পারে তোমরা সেই চেষ্টাটা করো। আমরা এই এপ্রিল মাসের ১৪ তারিখে পদার্পণ করেছি বাংলা একটি নতুন বছরে। শুরু হয়ে গেছে বঙ্গাব্দ ১৪২৯। তোমাদের সবাইকে জানাচ্ছি নববর্ষের শুভেচ্ছা। তোমাদের নতুন বছরটা ভালো কাটুক, আনন্দে কাটুক, এই শুভকামনা রইল। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। কিশোর বাংলা’র সাথেই থাকো। ঈদ মোবারক।