কিশোর গল্পও ছোটোগল্প। তবে কিশোর গল্পকে হতে হয় কিশোরদের মনের মতো। কিশোর বয়সের স্বপ্ন কল্পনা আনন্দ বেদনা হতাশা মান অভিমান আবেগ উচ্ছাস উল্লাস থাকে কিশোর গল্পে। এই বিশেষ বয়সের বাঁক প্রকৃতি সবাই ধরতে পারেন না। বাংলা সাহিত্যের যে অল্প কয়জন লেখকের কলমে কিশোর বয়স প্রাণ পায়, তাদের মধ্যে সুজন বড়–য়া অন্যতম। তার কিশোর গল্প কিশোর মনের প্রতিচ্ছবি। কিশোর মনের গঠন প্রকৃতির সঙ্গে তিনি মিলিয়ে দেন সময় কালের ধারা-তরঙ্গকে, দেশ সমাজ মানুষের জীবন বাস্তবতাকে। তাই তার কিশোর গল্পের আস্বাদ একেবারে অন্যরকম। এখানে ভিন্ন মাত্রা পায় ইতিহাস ঐতিহ্য জাতীয় গৌরবগাথা। এই নন্দিত লেখকের কিশোর গল্পের নির্বাচিত সংকলন আসলে আমাদের মূলধারার সৃজনশীল সাহিত্যেরই একটি উজ্জ্বল স্মারক।