বাংলা – ভাশা সিরিজ ২

৳ 125.00

লেখক
প্রকাশক
ভাষা বাংলা
পৃষ্ঠার সংখ্যা ৭৮
সংস্কার 1st Published, 2022
দেশ বাংলাদেশ

২০১৩ সাল থিকা চালু হওয়া bacbichar.net-এ বাংলা ভাষা নিয়া কিছু আলাপ আলোচনা আমরা ছাপাইছি। সেই লেখাগুলাসহ আরো কিছু লেখা এই সিরিজে বই হিসাবে ছাপাবো আমরা। গত ২০০-২৫০ বছরে, নানান সময়ে বাংলা-ভাষায় লেখা নিয়া যেই ইস্যুগুলা তৈরি হইছে, সেই সময়ের ইন্টেলেকচুয়াল’রা অই জিনিসগুলারে কেমনে ডিল করছেন, কিভাবে ভাবছেন, সেইটার একটা ডকুমেন্টশন এই লেখাগুলা।
সব লেখাগুলাই এইখানে ইনক্লুড করবো না আমরা। বা অনেকগুলা ভাষা-বিতর্কের কোন কম্পাইলেশনও না এই সিরিজটা। বরং যেই লেখাগুলার হিস্ট্রিক্যাল ভ্যালু’র বাইরেও এখনকার সময়ের কনটেক্সটে কথা-বার্তাগুলার কিছু না কিছু খেয়াল করাটা জরুরি, অইরকম লেখাগুলা বাছাই করার চেষ্টা করবো আমরা। একেকটা বইয়ে কাছাকাছি সময়ের কয়েকজনের লেখা রাখার ইচ্ছা আছে।
হ্যাপি রিডিং!

প্রফেসর আবদুল করিম চট্টগ্রামের বাঁশখালী থানায় এক সম্ভ্রান্ত পরিবারে ১৯২৮ সালে জন্মগ্রহণ করেন। গ্রামে প্রাথমিক ও জুনিয়র মাদ্রাসা শিক্ষা সমাপ্ত করে তিনি চট্টগ্রাম ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজ (বর্তমান মহসিন কলেজ) থেকে ১৯৪৪ সালে হাই মাদ্রাসা ও ১৯৪৬ সালে আই. এ. পাশ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৪৯ সালে ইতিহাসে বি. এ.

অনার্স ও ১৯৫০ সালে ঐ একই বিষয়ে এম. এ. পাশ করেন। ১৯৫১ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগে লেকচারার হিসেবে যােগদান করেন। তিনি ১৯৫৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এবং ১৯৬২ সালে। লণ্ডন বিশ্ববিদ্যালয় থেকে পি. এইচ-ডি ডিগ্রি লাভ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে থিসিসের বিষয় ছিল ‘সােশ্যাল হিস্টরি অব দি মুসলিমস্ ইন বেঙ্গল’ এবং লণ্ডন বিশ্ববিদ্যালয়ে থিসিসের বিষয় ছিল মুর্শিদকুলী খান এ্যান্ড হিজ টাইমস্ । ১৯৬২ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রীডার পদে উন্নীত হন। ১৯৬৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে তিনি ঐ বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগের রীডার ও প্রফেসর পদে উন্নীত হন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তিনি আলাওল হলের প্রভােস্ট এবং কলা অনুষদের ডীনের দায়িত্ব পালন করেন। ১৯৭৫ থেকে ১৯৮১ পর্যন্ত উপাচার্যের পদে অধিষ্ঠিত ছিলেন। তিনি কয়েক বৎসর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ-এ সিনিয়র ফেলাে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সুপার নিউমারারী অধ্যাপক পদেও কর্মরত ছিলেন। শিক্ষকতার পাশাপাশি তিনি বহু দেশও ভ্রমণ করেছেন। তিনি মৃত্যুর পূর্ব পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমেরিটাস ছিলেন। ২০০৭ সালের ২৪শে জুলাই তিনি মৃত্যুবরণ করেন।


বই সম্পর্কে কোন জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাদেরকে জানান
শেয়ার করুন

লেখকের অন্য বইসমূহ