২০১৩ সাল থিকা চালু হওয়া bacbichar.net-এ বাংলা ভাষা নিয়া কিছু আলাপ আলোচনা আমরা ছাপাইছি। সেই লেখাগুলাসহ আরো কিছু লেখা এই সিরিজে বই হিসাবে ছাপাবো আমরা। গত ২০০-২৫০ বছরে, নানান সময়ে বাংলা-ভাষায় লেখা নিয়া যেই ইস্যুগুলা তৈরি হইছে, সেই সময়ের ইন্টেলেকচুয়াল’রা অই জিনিসগুলারে কেমনে ডিল করছেন, কিভাবে ভাবছেন, সেইটার একটা ডকুমেন্টশন এই লেখাগুলা।
সব লেখাগুলাই এইখানে ইনক্লুড করবো না আমরা। বা অনেকগুলা ভাষা-বিতর্কের কোন কম্পাইলেশনও না এই সিরিজটা। বরং যেই লেখাগুলার হিস্ট্রিক্যাল ভ্যালু’র বাইরেও এখনকার সময়ের কনটেক্সটে কথা-বার্তাগুলার কিছু না কিছু খেয়াল করাটা জরুরি, অইরকম লেখাগুলা বাছাই করার চেষ্টা করবো আমরা। একেকটা বইয়ে কাছাকাছি সময়ের কয়েকজনের লেখা রাখার ইচ্ছা আছে।
হ্যাপি রিডিং!