ইমাম মুসলিম, যার পুরো নাম আবুল হোসাইন মুসলিম ইবনুল হাজ্জাজ আল কুশিয়ারি আন নিশাপুরী। তিনি বর্তমান ইরানের নিশাপুর শহরে জন্মগ্রহণ করেন। হাদীস শাস্ত্রে তার অবদান অনস্বীকার্য। হাদীস শাস্ত্রের অন্যতম শ্রেষ্ঠ গ্রন্থ সহীহ মুসলিম তিনি রচনা করেন। তিনি ইমাম বুখারীর একজন ছাত্র ছিলেন।