লৌকিক এর নতুন প্রকাশনা হিসেবে আসছে দৃশ্য-সংস্কৃতি নিয়ে সঞ্জীব রায় ও মানস চৌধুরীর মধ্যেকার আলাপন। একে সাক্ষাৎকারগ্রন্থ না বলে আলাপনই বলতে হয়। কেননা, প্রথাগত সাক্ষাৎকার গ্রন্থের মতো প্রশ্ন-উত্তরের সীমাবদ্ধ না থেকে বরং উভয়েরই দ্বিপাক্ষিক আলোচনায় উঠে এসেছে বাংলাদেশে নৃবিজ্ঞান শাস্ত্রের পরিস্থিতি, দৃশ্যগত নৃবিজ্ঞান (ভিজুয়াল এনথ্রোপোলজি) পাঠ-প্রবর্তনের ইতিহাস সহ এই শাস্ত্রের দিগ্বিদিগ। আলাপের সূত্রে উঠে এসেছে এখানকার বিদ্যায়তনিক সংকটের বিষয়গুলো, উঠে এসেছে কীভাবে দৃশ্য-সংস্কৃতি পাঠে পুঁজিবাজারের চাপ ও উন্নয়ন সংস্থাগুলোর প্রভাব কার্যকর থাকে। এসব বিষয়ে নৃবিজ্ঞানের শিক্ষক হিসেবে মানস চৌধুরীর দৃষ্টিভঙ্গিতো বটেই একই সাথে সঞ্জীব রায়ের এ বিষয়ে গভীর জ্ঞানের পরিচয়ও আমরা পাবো। বইটির প্রচ্ছদ করেছেন বিশ্বজিৎ রায়। নৃবিজ্ঞানের শিক্ষার্থী ছাড়াও, দৃশ্য-সংস্কৃতি বিষয়ে আগ্রহী পাঠকদের নতুন চিন্তার খোরাক জোগাবে বইটি।