লোকে বলে, বেকারের মস্তিষ্ক ছন্নছাড়া চিন্তাভাবনার গুদামঘরতারা মনে করে প্রেমে থাকে শান্তি, বেঁচে থাকার নিশ্চয়তা। স্বপ্ন দেখবার উপলক্ষ যোগায় প্রেম। আর বিরহ স্বপ্নের কুঁড়িকে ফুল । মানুষ প্রেমকেই কামনা করে, বিরহকে নয়। প্রেমের সুশীতল ধারায় যে স্নাত হয়, বিরহের সর্বগ্রাসী অনলে সে নিঃশেষ হতে চায় না। আমার মতো যারা সাধারণ মানুষ মানে আমজনতা তারা মনে করে প্রেমে থাকে শান্তি, বেঁচে থাকার নিশ্চয়তা। স্বপ্ন দেখবার উপলক্ষ যোগায় প্রেম। আর বিরহ স্বপ্নের কুঁড়িকে ফুল হবার আগেই বিনষ্ট করে। তবু কোনো কবিই কেবল এমন দৃঢ় কণ্ঠে উচ্চারণ করতে পারেন, ‘অনন্ত বিরহ চাই, ভালোবেসে কার্পণ্য শিখিনি…’।