আমার সাইন্টিস মামা
যারা কখনাে সাইন্টিস কিংবা সায়েন্টিস্ট দেখে নাই তাদের কাছে মনে হতে পারে তারা হয় বুড়াে, তাদের মাথায় থাকে বড় বড় এলােমেলাে পাকা চুল এবং বড় বড় গোঁফ। তাদের নাকের উপর থাকে গােল গােল চশমা, তারা হয় খুবই ভুলােমনের এবং তাদের পরনে থাকে ভুসভুসে ময়লা কাপড়। শার্টের বােতাম লাগায় উল্টাপাল্টাভাবে, জুতাের ফিতা থাকে ভােলা এবং দুই পায়ের মােজা হয় দুই রংয়ের। কিন্তু আমার মামা মােটেও সেই রকম না, আমার মামার বয়স কম, গোঁফ নাই, স্টাইলের চুল এবং সব সময় জিন্স আর টি শার্ট পরে থাকে। তার পায়ে দামি কেডস। মামা মােটেও ভুলাে মনের মানুষ না, তার সবকিছু মনে থাকে—এক কথায় একেবারে টনটনে ব্রেন।
আমার ডেঞ্জারাস মামী
টুলু বড় হয়ে যে কাজগুলো করবে বলে ঠিক করে রেখেছিল, নীরা মামী তার সবগুলো করেছেন। পাহাড়ে গিয়েছেন, সমুদ্রে গিয়েছেন, প্লেন থেকে লাফ দিয়েছেন, কারাতে শিখেছেন, সিনেমায় অ্যাক্টিং করেছেন, আন্দোলন করেছেন, পুলিশের মার খেয়েছেন, জেলে গিয়েছেন।
সোজা কথায় বলা যায় এমন কোনো কাজ নাই যেটা নীরা মামী করেন নাই।
আরও যে কয়েকটা বাকী ছিল এখন মনে হয় সেগুলোও করে ফেলেছেন। সেই ঘটনাগুলো নিয়ে লেখা হয়েছে, ‘আমার ডেঞ্জারাস মামী’।