ফ্ল্যাপে লেখা কিছু কথা
আঞ্জুমান আরা তার স্বামী হুমায়ূন কবিরকে নিয়ে ঈদের কেনাকাটা করতে বের হয়। রাজধানীর শপিং মলে ঘুরে গুরে সে পরিবারের সবার জন্য কেনাকাটা করে। তার কেনাকাটার তালিকা থেকে আত্মীয়স্বজন এমনকি কাজের লোকেরাও বাদ পড়ে না। সারাদিন কেনাকাটা করতে করতে দুজনের একবারে ব্রাহি অবস্থা। কেনাকাটার পালা শেষ। এবার বাড়ি ফেরার পালা। তখন সন্ধ্যা। আঞ্জুমান আবার হঠাৎ মনে পড়লো তার স্বামী হুমায়ূন কবিরের জন্য কিছুই কেনা হয়নি। সে স্বামীর কাছে জানতে চাইলো, তার কী প্রয়োজন। উইনিভাসির্টির সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত সরল টাইপের এই মানুষটা নিজের কথা মুখ ফুটে বরে কী করে! তাছাড়া তার যেহেতু নিজের কোনো আয় নেই তাই স্ত্রীর ধমকের ভয়ে সে নীরবই রইলো। আঞ্জুমান আরা মনে মনে ভাবলো, কী কেনা যায়। অনেক ভাবনা চিন্তার পর সে হুমায়ূন কবিরের জন্য কিনলো একটা আণ্ডারওয়্যার। এভাবেই উপন্যাসের শুরু। তারপর এগোতে তাকে নিজের গতিতে।