“উইলো বনের ধারে” বইটির শেষের ফ্ল্যাপ-এর লেখাঃ
উইলাে বনের ধারে বাস করে কয়েকজন বন্ধু। জ্ঞানী উদবিড়াল, বুদ্ধিমান মূষিক, সহৃদয় ছুঁচো- সব মিলে। যেন এক মহা মিলনমেলা। কিন্তু তাদের বন্ধু ব্যাঙ কেন তাদের কাছ থেকে দুরে সরে থাকে? আর কেন-ই বা সে নিজেকে এত আহামরি কিছু ভেবে বসে আছে? কিছু না বুঝেই উদ্ভট সব ঘটনা ঘটিয়ে চলে সে। হঠাৎই একদিন পড়ে গেল ভয়ানক বিপদে। তারপর? সাহায্যের হাত বাড়িয়ে দিল তার বন্ধুরা।