“মিডিয়া সমাজ সংস্কৃতি” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
মিডিয়া ও সংস্কৃতি চর্চার আধিপত্যশীল ডিসকোর্সের চালচলন, অভিসন্ধি, ক্ষমতাসম্পর্ক পাঠ করতে ও বুঝতে সক্ষম একটা বিকল্প ঘরানা তৈরি হয়েছে গত কয়েক বছরে। সেই ঘরানা তৈরিতে যােগাযােগ ও সংস্কৃতি বিষয়ক পত্রিকা যােগাযােগ কিছুটা হলেও ভূমিকা রেখেছে। পত্রিকাটির পুরননা সংখ্যাগুলাের কপি শেষ হয়ে যাওয়ায় এবং পাঠকের দিক থেকে তার চাহিদা থাকায়। অধিকতর দরকারি প্রবন্ধগুলাে পুনরায় হাজির করা প্রায় অপরিহার্য হয়ে উঠেছিল। যােগাযােগ পত্রিকার পুরনাে দশটি সংখ্যায় প্রকাশিত প্রবন্ধের নির্বাচিত সংকলন এই গ্রন্থ। গ্রন্থটিতে রাজনৈতিক অর্থনীতি, সাংস্কৃতিক অধ্যয়ন, জেন্ডার যােগাযােগ, যুদ্ধ ও সাংবাদিকতা, এবং নতুন মিডিয়া বর্গে মােট ১৫টি প্রবন্ধ স্থান পেয়েছে।
মিডিয়া, সমাজ ও সংস্কৃতি অধ্যয়নের আলাদা আলাদা জ্ঞানকাণ্ড থাকলেও এগুলাের মধ্যে লেনদেন আছে। সর্বোপরি, আমরা আজ এমন একটা সময় ও পরিসরে বাস করছি। যখন সমাজের যেকোনাে দিক বিচার করতে গেলে মিডিয়া ও তার মাধ্যমে নির্মিত। সংস্কৃতিকে বিবেচনায় না নেওয়ার আর কোনাে সুযােগ নেই। তাই এই গ্রন্থের শিরােনাম মিডিয়া সমাজ সংস্কৃতি। যােগাযােগ পত্রিকার মাধ্যমে মিডিয়া, সমাজ ও সংস্কৃতি এবং তাদের আন্তঃসম্পর্ক অধ্যয়ন করার যে চর্চা শুরু হয়েছিল, তার প্রকৃতি, প্রবণতা ও গভীরতার সন্ধান পাওয়া যাবে এই গ্রন্থের দুই মলাটের ভেতর।