“মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে ঘিরে সিক্রেট ডকুমেন্ট”বইটির সম্পর্কে কিছু কথা:
বাংলাদেশের মুক্তিযুদ্ধের ক্রিয়া-প্রতিক্রিয়া বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছিলাে। সমগ্র বিশ্বকে করেছিলাে আলােড়িত। মুক্তিযুদ্ধ, বাংলাদেশ ও বঙ্গবন্ধু একাকার। একাত্ম। অবিচ্ছিন্ন, যেমন জাতীয়ভাবে ও তেমনি আন্তর্জাতিকভাবে। তার নামেই গঠিত হয়েছে সরকার, পরিচালিত হয়েছে মুক্তিযুদ্ধ। অর্জিত হয়েছে স্বাধীনতা। মুক্তিযুদ্ধের পঁচিশ বছর পর রীতি অনুযায়ী ঐ সময়ের মার্কিন সিক্রেট ডকুমেন্টগুলাে সম্প্রতি প্রকাশিত হয়েছে। ডকুমেন্টগুলাে পর্যালােচনায় পরিলক্ষিত, বাংলাদেশের স্বাধীনতা ও , মুক্তিযুদ্ধ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঘিরেই যে আবর্তিত হয়েছে তার গােপনীয় অথচ গুরুত্বপূর্ণ তথ্যাবলি বিধৃত। বাংলাদেশের মুক্তি ও স্বাধীনতাযুদ্ধের ইতিহাসে এসব সিক্রেট ডকুমেন্ট এক অসাধারণ তথ্যভাণ্ডার। কয়েক হাজার পৃষ্ঠার এসব দলিলে বিধৃত হয়েছে মুক্তিযুদ্ধের পটভূমি, পাকিস্তান-ভারতীয় কার্যক্রম, পরাশক্তির ভূমিকা, কূটনীতি, মুক্তিযুদ্ধ, সর্বোপরি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঘিরে। বইটির পরিশিষ্টে এসব বিষয়সমূহের অংশ বিশেষ, অথচ মূল্যবান তথ্য উপস্থাপিত হয়েছে যা বইটির প্রবন্ধের রেফারেন্স হিসেবে যথার্থতার প্রমাণ দেবে।