“পাশ্চাত্যে নারী আন্দোলন” বইটির শেষের ফ্ল্যাপ-এর লেখাঃ
পাশ্চাত্যের নারী মুক্তি আন্দোলনের ধারাবাহিক ইতিহাস বিধৃত হয়েছে এই গ্রন্থে। আন্দোলনের ইতিহাস-ক্রমের পাশাপাশি এখানে নারীবাদী চিন্তার বিবর্তন তুলে ধরা হয়েছে আকর্ষণীয় ও সহজবােধ্যভাবে। উর্মি রহমান সাংবাদিকতা করেছেন অনেককাল, বিবিসি ও অন্যান্য গণমাধ্যমে কর্মরত ছিলেন তিনি। অন্তরঙ্গ কথকতার ভঙ্গিতে ইহাসের এই কুশলী উপস্থাপনা তার স্বচ্ছ দৃষ্টিভঙ্গির পরিচয় তুলে ধরে। নারী আন্দোলন ও নারী প্রগতিবাদী ভাবনার পরিচয় পেতে অপরিহার্য এই গ্রন্থ, নারী অধ্যয়নের জন্য সবিশেষ জরুরি এর পাঠ।