প্রসঙ্গ : শেক্সপিয়ার
উইলিয়াম শেক্সপিয়ারকে ইংরেজি ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যপ্রতিভা হিসেবে সকলেই মনে করেন। ইংলন্ডের ওয়ারউইকশায়ারে স্ট্র্যাটফোর্ড-আপন-অ্যাভন নামে এক জায়গায় তিনি জন্মেছিলেন। ১৫৬৪ সালে তাঁর জন্ম। ঠিক তারিখটি নিয়ে একটু সন্দেহ আছে। তবে সবাই মনে করেন যে, দিনটি ছিল ২৩শে এপ্রিল। বাবা জন্ ও মা মেরীর আটজন ছেলেমেয়ের মধ্যে তিনি ছিলেন তৃতীয় সন্তান।
শুধু সাহিত্যিক বললে শেক্সপিয়ারকে ঠিক বোঝা যাবে না। তিনি একসঙ্গে অনেক কিছু ছিলেন : কবি, নাট্যকার, নাট্যপরিচালক, অভিনেতা। তাঁর ইংলন্ডের ‘জাতীয় কবি’ আর অ্যাভন-এর ‘চারণ কবি’ হিসেবে গণ্য করা হয়। ৩৮টি নাটক, ১৫৪টি সনেট বা চতুর্দশপদী কবিতা, ২টি দুদীর্ঘ গাথা-কবিতা ইত্যাদি তিনি রচনা করে গেছেন। পৃথিবীতে যে-ক’টি প্রধান ভাষা (বাংলা ভাষা সুমেত) রয়েছে তার প্রত্যেকটিতে তাঁর নাটক অনুবাদে, নয়তো সে-সবের ছায়া অবলম্বনে লিখিত অন্য নাটকের মাধ্যমে, জনগণের মধ্যে প্রচারিত ও পঠিত হয়েছে, জনপ্রিয়তা অর্জন করেছে। শুধু তাঁরই নাটক পৃথিবী জুড়ে যত মঞ্চস্থ হয়েছে, জনপ্রিয়তা অর্জন করেছে। শুধু তাঁরই নাটক পৃথিবী জুড়ে যত মঞ্চস্থ হয়েছে আর কারো নাটক তত অভিনীত হয় নি। ১৬১৬ খ্রিষ্টাব্দে তাঁর মৃত্যু হয়।