“দ্য মিথস অফ গ্রীস এ্যান্ড রোম” বইটির ভূমিকা থেকে নেয়াঃ
মিথ হলাে এমন কাহিনী যেগুলাে কোনাে না কোনােভাবে ধর্মীয় গল্প । মিথের গল্পগুলাে আদিম মানুষের গভীর ইচ্ছে এবং ভয়গুলাে তুলে ধরে। এই গল্পগুলাে মানুষকে মহাবিশ্বের রহস্যময় এবং কখনাে কখনাে ভীতিকর শক্তি, যেমন ঋতু পরিবর্তন, আগুন, বিদ্যুৎচমক, খরা, বন্যা এবং মৃত্যু এইসব শক্তি বােঝায় সাহায্য করেছে। মিথ সম্ভবত সৃষ্টি হয় যখন পৃথিবীর সৃষ্টি এবং তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন জাগতে শুরু করে মানুষের মনে। আমরা যাদের দেবতা বা বীর বলে থাকি তাদের অসাধারণ কাজগুলাের অদ্ভুত এবং স্বপ্নের মতাে গল্পকে তখন আমরা ‘মিথ’ বলে থাকি । প্রাচীন গ্রিস এবং রােমের মিথের গল্পগুলাে হল দেব-দেবী সম্পর্কিত গল্প। গল্প ‘অনুসারে, তারা মাউন্ট অলিম্পাসে বাস করে আর তাদের অনেকেই প্রায় সাধারণ লােকেদের সাথে সময় কাটানাের জন্য নিচে নেমে আসত। প্রাচীন মানুষের কাছে, একজন দেবতা কিংবা দেবী হল একটি শক্তিশালী সত্ত্বা, প্রায় তাদের প্রাকৃতিক শক্তির চিহ্নিত করা হত । রােমানরা গ্রিক সংস্কৃতির এতটাই প্রশংসা করে যে তারা গ্রিক পৌরাণিক কাহিনীগুলােকে তাদের নিজস্ব ধর্মে গ্রহণ করে নেয়। এই কারণে, অনেক রােমান দেবতা আর গ্রিক দেবতা একই, শুধু নামে ভিন্ন। আলচ্য বইটিতে আমরা গ্রিস ও রােমের মিথের কাহিনীগুলাে তুলে ধরার চেষ্টা করেছি। বিশ্বের সেরা কয়েকজন মিথ কাহিনীর লেখকের লেখা নিয়ে ডেভিড এডামস লীমিং এই সংকলনটি সংকলিত করেছেন।