ফ্ল্যাপে লিখা কথা
বইয়ের শুরুতে ‘ইলাহী ভরসা’ নামে একটি লেখা সংকলিত হয়েছে। লেখাটি এরকম, উপদেষ্টা ইলাহী সাহেব বিদ্যুতের বড় প্রকল্পে হাত না দিয়ে বিদ্যুৎ সমস্যার কুইক সমাধানসূত্র আবিষ্কার করেছেন। এখন যদি কুইক বিপর্যয় ঘটে তাহলে আর কী করা! তাহলে শিশুদের সেই ঘুমপাড়ানি গানের মতো তিনি গান শোনাবেন।
‘আয় আয় চাঁদমাতা,
আলো দিয়ে যা;
ডুবছে বাঙাল অন্ধকারে,
দিচ্ছে আমার ঘা!’
প্রিয় পাঠক, এবার বুঝলেন তো! আমরা ইলাহীর পাল্লায় পড়েছি। কুইক রেন্টালের তেল যখন ফুরিয়ে যাবে তখন আমাদের অন্ধকারেই কাটাতে হবে। তখন ইলাহী সাহেব অন্ধকারে ঢাকাররাস্তায় যোগব্যায়াম করবেন আর গাইবেন, ‘তেল গেছে ফুরাইয়া, বাতি গেছে নিভিয়া!…’
এই তো আমাদের দেশ! দুষ্টু লোকের ভয়ে দেশের ভালো মানুষরা গভীর খাদে পড়ে হাবুডুবু খাচ্ছে। তাঁদের আর বাঁচার উপায় নেই। দোর্দণ্ড প্রতাপের সঙ্গে দুষ্টু লোকেরা দাপিয়ে বেড়াচ্ছে সারা দেশ! কী আর করা! আমরা সর্বংসহা জনগণ অন্ধকারে বসে চাঁদের আলোর জন্য অপেক্ষা করতে থাকবো। সেই আলোতে যদি আমদের আঁধার কাটে!