“ইসলামের পরিচয়” বইয়ের সংক্ষিপ্ত কথা:
ইসলামের পরিচয়-উপস্থাপনে অনেক লেখক অনেক কিতাব লিখেছেন এবং দীন ইসলামকে তার প্রকৃত অবয়বে উপস্থাপনের সফল চষ্টায় রত হয়েছেন। নিজ নিজ প্রচেষ্টা বিবেচনায় তারা সকলেই আমাদের কৃতজ্ঞতার পাত্র। কিন্তু তা সত্ত্বেও ইসলামের পূর্ণাঙ্গ পরিচায়নের জন্য এমন একটি গ্রন্থের প্রয়োজন অনুভূত হচ্ছিল, যাএকই সঙ্গে সংক্ষিপ্ত ও পূর্ণাঙ্গ এবং ভারসাম্যপূর্ণ ও বস্তুনিষ্ঠ হবে-যা থেকে ইসলামের সঠিক ধারণা এবং প্রকৃত অবয়ব পাঠকদের সামনে আসবে। কেননা, স্বয়ং মুসলমানদের বড় একটি অংশ-বিশেষভাবে ভারতবর্ষে বসবাসকারী অনেক মুসলমান-অজ্ঞতা ও অবাস্তব ধারণা-বিশ্বাসের শিকার হয়ে পড়েছে এবং ইসলামের পূর্ণাঙ্গ ব্যবস্থা থেকে অপরিচিত হয়ে পড়েছে; এমনকি তাদের মাঝে এবং অমুসলিমদের মাঝে কোনো পার্থক্য দৃষ্টিগোচর হয় না। এরই ফলশ্রুতিতে ইসলাম গ্রহণের পথে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে,যা দূর করে ইসলামের সঠিক পরিচয় তুলে ধরা প্রত্যেক দরদি মুসলমানের দায়িত্ব ও কর্তব্য;-যা প্রত্যেক স্থানে এবং প্রত্যেক যুগে কম-বেশি কোনো না কোনাে অবয়বে চলমান আছে। আমাদের এই সংকলনখানিও সেই ধারাবাহিকতারই একটি অংশ। আল্লাহ একে কবুল করুন এবং হেদায়েতের উসিলা বানিয়ে দিন।