“এক” বইয়ের কথা:
অনেকের ধারণা একসময় সবকিছু শূন্য ছিল, কোনোকিছুরই অস্তিত্ব ছিল না। এটি ভুল ধারণা। শূন্য কখনোই ছিল না। সব সময়ই একজন ছিলেন। তিনি অনাদি ও অনন্ত এক। চিরন্তন ও শাশ্বত এক। তিনি এক ও একক। তাঁর একার একক ইচ্ছাতেই বাকি সবকিছুর অস্তিত্ব। তিনি এক আল্লাহ। মহামহিম সার্বভৌম স্রষ্টা। সেই এক সত্ত্বার এককত্ব প্রতিষ্ঠাই প্রতিটি সৃষ্টির উদ্দেশ্য; আমার, আপনার, সকলের।
যুগে যুগে সেই মহান সত্ত্বার এককত্ব থেকে আমাদেরকে সরিয়ে দিতে ষড়যন্ত্রের অন্ত নেই। কালের পরিক্রমায় কূটকৌশল, উপায়-উপকরণ কিংবা রূপরেখা বদলায়; কিন্তু শয়তানের লক্ষ্য স্থির, অবিচল—আমাদেরকে জাহান্নামে তার সঙ্গী বানানো। তাই নিজেকে তার ফাঁদ থেকে বাঁচাতে হলে জানতে হবে আল্লাহর এককত্ব বলতে কী বোঝায়? কীভাবে তা অক্ষুণ্ন রাখা যায় বলনে-করণে-মননে।
ড. আবু আমীনাহ বিলাল ফিলিপ্স ‘Fundamentals of Tawheed’ বইটিতে মহান আল্লাহর সেই এককত্ব অক্ষুণ্ন রাখার নীতিমালাগুলো উপস্থাপন করেছেন অত্যন্ত স্বার্থকভাবে। বিশ্বজুড়ে সমাদৃত এ বইটি নানা ভাষায় অনূদিত হয়েছে। বহু মানুষ ইসলামে আসার কারণ হিসেবে এ বইটির অবদান স্বীকার করেছেন। অমুসলিমরা বইটি পড়ে লৌকিকতার মুখোশে ঢাকা মৌলিক ইসলামের সন্ধান পাবেন। অন্যদিকে আল্লাহ ও পরকালে বিশ্বাস করেন এমন সব মুসলিমদের জন্যও বইটি অবশ্যপাঠ্য।