“ব্লাইন্ডসাইটেড” বইয়ের ফ্ল্যাপের লেখা:
জর্জিয়ার ছােট্ট শহর গ্র্যান্ট কাউন্টি হঠাৎ করেই কেঁপে উঠল অচেনা আততায়ীর আক্রমণে । নৃশংসভাবে খুন করা হলাে অন্ধ এক প্রফেসরকে । তৎপর হয়ে উঠল পুলিশ চিফ জেফরি টলিভার । কিন্তু তদন্তে নামতেই-না-নামতেই আরও এক ভিকটিম মারা গেল তার নাকের ডগায় । সেই সাথে জন্ম নিল ভয়ংকর সব প্রশ্ন । শহরের পরিচিত মানুষগুলাের মধ্যেই লুকিয়ে আছে খুনি । কি তার উদ্দেশ্য? পুলিশ চিফের প্রাক্তণ স্ত্রীর অজানা অতীতের সাথে কি এই ঘটনার কোনাে সম্পর্ক আছে? আর সবচেয়ে বড় প্রশ্ন যেটা—আরেকটা খুন হওয়ার আগে কি ঠেকানাে যাবে তাকে? ক্যারিন সুটারের বিশ্বনন্দিত থ্রিলার ব্লাইন্ডসাইটেড’ পাঠকের সামনে খুলে দেবে মানুষের মনের অন্ধকার ঘরের দরজা।