মাহবুব আজাদ

Mahabub Azad
মাহবুব আজাদ

মাহবুব আজাদ পেশাগত জীবনে কিছুদিন অধ্যাপনা ও সাংবাদিকতার সাথে যুক্ত ছিলেন। পরে পেশা বদল করে বাংলা একাডেমিতে যােগদান করেন। দু’বছর আগে উপ-পরিচালক পদ থেকে অবসর গ্রহণ করেন। তিনি বাংলা একাডেমিতে যুক্ত থাকাকালে উত্তরাধিকার’-এর সহ-সম্পাদক ও কিশাের ত্রৈমাসিক ‘ধান। শালিকের দেশ’-এর নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি জাতীয় গণপ্রচার মাধ্যম থেকে চলচ্চিত্র নির্মাণ ও ক্যামেরা কৌশল বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করেন। এ প্রতিষ্ঠান থেকে সৈয়দ শামসুল হক। রচিত ‘লাশ’ গল্প অবলম্বনে নির্মিত স্বল্পদৈর্ঘ্য ছবি নির্মাণের সাথেও যুক্ত ছিলেন। নব্বইয়ের শেষ। দিকে আলমগীর কবিরের সাথে সহ-পরিচালক। হিসেবে ‘আলতা বানুর করচা’ প্রাথমিক কাজ শুরু করলেও হঠাৎ দুর্ঘটনায় আলমগীর কবির। মৃত্যুবরণ করলে সেই ছবি আর নির্মাণ হয়নি। বিভিন্ন পত্রপত্রিকা ও সাময়িকীতে তাঁর চলচ্চিত্র ও অন্যান্য বিষয়ে অনেক লেখা প্রকাশিত। হয়েছে। এছাড়া মাহবুব আজাদের একাধিক গ্রন্থ বাংলা একাডেমি ও শিশু একডেমি থেকেও প্রকাশিত হয়েছে। তিনি শিশু একাডেমি অগ্রণী ব্যাংক সাহিত্য পুরস্কার লাভ করেছেন।

লেখক সম্পর্কে কোন জিজ্ঞাসা থাকলে আমাদেরকে জানান