ফারহানা ইয়াসমিন। জন্মস্থান শেরপুর জেলায়। শিক্ষাজীবনে ডিপ্লোমা করেছেন আর্কিটেক্চারে, বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, ইসলামের ইতিহাস ও কৃষ্টিতে মাস্টার্স। লেখালেখির সূত্রে তিনি হয়েছেন একজন যশস্বী কবি ও ঔপন্যাসিক। কবিতার বই : ভালোবাসার অরণ্যে রোদন এবং উপন্যাস : ভুতের সাথে বসবাস। উপন্যাসের জন্য ২০২০ এর বই মেলায় নব প্রজন্মের শ্রেষ্ঠ লেখক ক্যাটাগরিতে সমরেশ বসু সাহিত্য পুরস্কার পেয়েছেন তিনি। বর্তমানে তিনি বিভিন্ন সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত।