ফারহানা ইয়াসমিন (কবি ও উপন্যাসিক)

Farhana Yasmin
ফারহানা ইয়াসমিন (কবি ও উপন্যাসিক)

ফারহানা ইয়াসমিন। জন্মস্থান শেরপুর জেলায়। শিক্ষাজীবনে ডিপ্লোমা করেছেন আর্কিটেক্চারে, বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, ইসলামের ইতিহাস ও কৃষ্টিতে মাস্টার্স। লেখালেখির সূত্রে তিনি হয়েছেন একজন যশস্বী কবি ও ঔপন্যাসিক। কবিতার বই : ভালোবাসার অরণ্যে রোদন এবং উপন্যাস : ভুতের সাথে বসবাস। উপন্যাসের জন্য ২০২০ এর বই মেলায় নব প্রজন্মের শ্রেষ্ঠ লেখক ক্যাটাগরিতে সমরেশ বসু সাহিত্য পুরস্কার পেয়েছেন তিনি। বর্তমানে তিনি বিভিন্ন সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত।    

লেখক সম্পর্কে কোন জিজ্ঞাসা থাকলে আমাদেরকে জানান