নবাব উদ্দিন

Nobab Uddin
নবাব উদ্দিন

নবাব উদ্দিন বিলেতের সুপ্রাচীন ও দীর্ঘস্থায়ী বাংলা সংবাদপত্র সাপ্তাহিক জনমত-এর সম্পাদক। সাংবাদিকতার বাইরে একজন নাট্যকার, নাট্যপরিচালক, সুদক্ষ সংগঠক হিসেবে। তার রয়েছে আলাদা গ্রহণযােগ্যতা। লন্ডন বাংলা প্রেস ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা। ২০১২ থেকে ২০১৬ দুই মেয়াদে লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। বিলেতের স্থানিয় সরকার ও সােস্যাল হাউজিং সেক্টরে সিনিয়র কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনে ছিলেন সফল। বর্তমানে একটি বৃহত্তম হাউজিং এসােসিয়েশনের উচ্চপদে কর্মরত। বৃহত্তর সিলেটের মৌলভীবাজার জেলার শাহবন্দরের (ফতেহপুর) মুন্সিবাড়ির এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান নবাব উদ্দিন ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটিতে আপন আলােয়, স্বমহিমায় উদ্ভাসিত।

লেখক সম্পর্কে কোন জিজ্ঞাসা থাকলে আমাদেরকে জানান