ছোটরা যেদিন বাড়ির কর্তা

৳ 175.00

লেখক
প্রকাশক
আইএসবিএন
(ISBN)
984412655X
ভাষা বাংলা
পৃষ্ঠার সংখ্যা ৭৮
সংস্কার 9th edition, 2022
দেশ বাংলাদেশ

ফ্ল্যাপে লেখা কিছু কথা
তপু আর তনুর বাসায় মোটামুটি এক ধরনের সামরিক শাসক চলছে। তাদের মা ভীষণ কড়া। পান থেকে চুন খসলেই নানা রকমের শান্তি দেন ৮ বছরের তনুকে। বাসায় একটা আলাদা তালিকাই আছে-ক্রাইম এন্ড পানিশমেন্ট-তপু তনু কী কী ভুল করলে কী কী শান্তি পাবে। একদিন শান্তি হিসেবে তপুকে বাথরুমে আটকে রাখা হলো।কিন্তু বাথরুমের দরজা খুলে দেখা গেল তপু নাই। সে গায়েব গয়ে গেছে। কী করে সে বাইরে থেকে আটকানো বাথরুম থেকে হারিয়ে গেল আর কীভাবে ফিরে এল, সেটাই একটা রহস্য। আর সে রহস্যের উদ্‌ঘাটনের পর তাদের নানা ঘোষণা করলেন, আজ থেকে বাড়ির কর্তা ছোটরা। আরম্ভ হলো ছোটদের শাসন। কেমন ছিল সেই ছোটদের শাসন?

ভূমিকা
এই বইটার নামকরণ নিয়ে আমি এখনও দ্বিধায় আছি। যাদের বয়স কম, তাদেরকে কি ছোট বলা যায়? আসলে তো তারা ছোট নয়। তারা বড়। তারা অনেক বড় কাজ করতে পারে। অনেক বড় বড় ভাবনা ভাবতে পারে। অনেক বড় বড় প্রশ্ন করে। আর শোনো, বইটার মলাটের সঙ্গে ভেতরের গল্পের একটু পার্থক্য আছে। মলাট থেকে ভেতরে যেতে যেতেই তপু আর তনুর বয়স দুই বছর করে বেড়ে গেছে। ভেতরের বয়সটাই ঠিক। বইটা পড়ে তোমাদের কেমন লাগল, সেটা আমাকে জানাতে পারো ই-মেল করে। নিচে ঠিকানাটা দিয়ে দিলাম। তোমরা সবাই ভালো থেকো।
ইতি-
তোমাদের আনিসুল হক

আনিসুল হক, বাংলাদেশে গত শতাব্দীর আশির দশকে আবির্ভূত হওয়া একজন প্রখ্যাত কবি, কথাসাহিত্যিক, নাট্যকার ও সাংবাদিক। কবিতা, গল্প, উপন্যাস, গদ্যকার্টুন, রম্যরচনা, ভ্রমণকাহিনী, শিশুসাহিত্যসহ সাহিত্যের নানা ক্ষেত্রে রয়েছে তার সাবলীল বিচরণ। বর্তমানে বাংলাদেশের জনপ্রিয় দৈনিক প্রথম আলোর সহযোগী সম্পাদক এবং কিশোর আলোর সম্পাদক হিসেবে কর্মরত আছেন। আনিসুল হকের জন্ম ১৯৬৫ সালের ৪ মার্চ নীলফামারীতে। শিশু মনোবিজ্ঞানের শিক্ষক বাবার অনুপ্রেরণায় ছোটবেলা থেকেই আগ্রহ জন্মেছিলো লেখালেখি আর ছবি আঁকায়। ১৯৮৯ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন সাহিত্যজগতে প্রবেশ করেন প্রথম কবিতার বই ‘খোলা চিঠি সুন্দরের কাছে’ প্রকাশের মধ্য দিয়ে। আনিসুল হক এর বই প্রকাশের কালটি ছিলো উত্তাল স্বৈরশাসনবিরোধী আন্দোলনের সময়। আনিসুল হক এর বই সমূহ প্রেমের প্রতি পক্ষপাত করলেও একইসাথে সেসময়ের রাজনৈতিক অস্থিরতার চিত্রও ফুটিয়ে তুলেছে। তাঁর অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হলো ‘আমি আছি আমার অনলে’, ‘আসলে আয়ুর চেয়ে বড় সাধ তার আকাশ দেখার’, এবং ‘জলরংপদ্য’। মুক্তিযুদ্ধের সত্য ঘটনা নিয়ে লেখা উপন্যাস ‘মা’, আনিসুল হক এর বই সমগ্র এর মধ্যে পাঠকের মনে সবচেয়ে বেশি দাগ কেটেছিল। এছাড়াও ‘বীর প্রতীকের খোঁজে’, ‘নিধুয়া পাথার’, ‘আয়েশামঙ্গল, খেয়া’, ‘ফাঁদ’, ‘বেকারত্বের দিনগুলিতে প্রেম’, ‘ভালোবাসা আমি তোমার জন্য কাঁদছি’, ‘ফাল্গুন রাতের আঁধারে’ তার উল্লেখযোগ্য উপন্যাস। বিভিন্ন স্বনামধন্য পত্রিকার সম্পাদকের ভূমিকা পালন করেছেন দীর্ঘদিন, এখনও লিখে যাচ্ছেন পত্রিকার কলাম। লিখেছেন বেশ কিছু টেলিভিশন নাটক ও সিনেমার চিত্রনাট্যও। কথাসাহিত্যে অবদানের জন্য বাংলা একাডেমি পুরস্কারসহ বেশ কিছু পুরস্কার পেয়েছেন বাংলা সাহিত্যের আধুনিক এই লেখক।


বই সম্পর্কে কোন জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাদেরকে জানান
শেয়ার করুন

লেখকের অন্য বইসমূহ