“ন্যুড চিত্রকর্ম” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
ন্যুড চিত্রকর্ম সন্দেহাতীতভাবে একটি ব্যতিক্রমী গ্রন্থ। দুঃসাহসিকও বলা যেতে পারে। এ গ্রন্থে পাচ শতাব্দীর পাশ্চাত্য চিত্রশিল্পীদের মধ্য থেকে বিশ জনকে বেছে নিয়ে তাঁদের আঁকা নারী ন্যুড চিত্রাবলি সম্পর্কে সংক্ষেপে বিশ্লেষণাত্মক আলােচনা উপস্থিত করা হয়েছে। শিল্পীদের মধ্যে যেমন সর্বজন পরিচিত বতিচেল্লি, রাফায়েল, টিশিয়ান, রেমব্রান্ত, দেগা, রেনােয়া ও মাতিসের ন্যুড নিয়ে আলােচনা করা হয়েছে। তেমনি তুলনামূলকভাবে কম পরিচিত বেলিনি, ডুরার, ক্ৰানাক, জর্জোনে, করেজ্জিও, ওয়াটঅ’ এবং কুরব্যের ন্যুড চিত্রকর্মের কথাও বলা হয়েছে। প্রধানত এদের আঁকা একটি বিশেষ ন্যুড চিত্রের উপর বিশদ আলােকপাত করা হলেও তাঁদের সার্বিক চিত্রকলার কথাও সংক্ষেপে আলােচিত হয়েছে। তাছাড়া গ্রন্থের প্রথম দিকে শিল্প সাহিত্যের ক্ষেত্রে সুরুচি-কুরুচি ও শ্লীল-অশ্লীল প্রসঙ্গে কিছুটা তাত্ত্বিক আলােচনার অবতারণা করা হয়েছে। শিল্পের ক্ষেত্রে সামাজিক সংস্কারের সঙ্গে মিলিয়ে সুনীতি-দুর্নীতির ভেদ টেনে আনা যে অসঙ্গত ও অনভিপ্রেত লেখক তার উপর জোর দিয়েছেন। গ্রন্থে আলােচিত বিশজন শিল্পীর বিশটি ন্যুড চিত্রকর্মের প্রতিলিপির সংযােজন গ্রন্থের মূল্য ও উপযােগিতা বৃদ্ধি করেছে। বাংলাদেশ তাে বটেই, সম্ভবত ভারতেও এ জাতীয় গ্রন্থ এর আগে প্রকাশিত হয়নি। ন্যুড চিত্রকর্ম আমাদের শিল্প সাহিত্য ও প্রকাশনা জগতে একটি উল্লেখযােগ্য স্থান অধিকার করে থাকবে বলে আমাদের বিশ্বাস।