শ্রেষ্ঠ প্রবন্ধ

৳ 400.00

লেখক
প্রকাশক
আইএসবিএন
(ISBN)
9847012001998
ভাষা বাংলা
পৃষ্ঠার সংখ্যা ৩৫২
সংস্কার 5th Printed, 2018
দেশ বাংলাদেশ

বাঙালী ও জাতীয়তা নিয়ে সবচেয়ে বেশি কাজ করেছেন সিরাজুল ইসলাম চৌধুরী। তাঁর লেখা বাঙালীর খোঁজে, বাঙালীকে কে বাঁচাবে, দ্বিজাতিতত্ত্বের সত্যমিথ্যা বইয়ে বিষয়গুলোকে স্পষ্ট করে দিয়েছেন তিনি। রাজনীতি বিষয়ে গভীর মনস্তাত্ত্বিক মতামত আর ভাষা, সাহিত্য, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ নিয়ে তাঁর আছে মৌলিক বিশ্লেষণ। আমাদের ভাষা, রাষ্ট্র, স্বাধীনতা নিয়ে উল্লেখযোগ্য ভাষ্য রচনা করেছেন। তরুণ সমাজে এগুলোর প্রভাব নিয়েও তাঁর বৈদগুপূর্ণ আলোচনা স্মর্তব্য। তিনি একুশ বছরের প্রবন্ধ সাহিত্যের গতি-প্রকৃতিকেও বাদ দেননি তাঁর আলোচনা থেকে। একথা বললে অত্যুক্তি হবে না যে, ‘শ্রেষ্ঠ প্রবন্ধ’ গ্রন্থটি সিরাজুল ইসলাম চৌধুরীর ব্যক্তিত্ব ও চিন্তার বিশিষ্টতাকে উন্মোচন করতে বিশেষ সহায়ক হবে।

সিরাজুল ইসলাম চৌধুরী (জন্ম. ১৯৩৬) পেশায় সাহিত্যের অধ্যাপক এবং অঙ্গীকারে লেখক। এই দুই সত্তার ভেতর হয়তো একটা দ্বন্দ্বও রয়েছে, তবে সেটা অবৈরী, মোটেই বৈরী স্বভাবের নয়। পেশাগত জীবনে তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের অধ্যাপক, অবসরগ্রহণের পর ওই বিশ্ববিদ্যালয়েরই প্রফেসর এমেরিটাস হিসাবে মনোনীত হয়েছেন। তিনি শিক্ষা লাভ করেছেন রাজশাহী, কলকাতা, ঢাকা এবং ইংল্যান্ডের লীডস ও লেস্টার বিশ্ববিদ্যালয়ে। লেখার কাজের পাশাপাশি তিনি ‘নতুন দিগন্ত’ নামে সাহিত্য-সংস্কৃতি বিষয়ক একটি ত্রৈমাসিক পত্রিকা সম্পাদনা করছেন। তার গ্ৰন্থসংখ্যা আশির কাছাকাছি। তার অকালপ্রয়াত স্ত্রী ড. নাজমা জেসমিন চৌধুরীও লিখতেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন।


বই সম্পর্কে কোন জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাদেরকে জানান
শেয়ার করুন

লেখকের অন্য বইসমূহ