বাঙালী ও জাতীয়তা নিয়ে সবচেয়ে বেশি কাজ করেছেন সিরাজুল ইসলাম চৌধুরী। তাঁর লেখা বাঙালীর খোঁজে, বাঙালীকে কে বাঁচাবে, দ্বিজাতিতত্ত্বের সত্যমিথ্যা বইয়ে বিষয়গুলোকে স্পষ্ট করে দিয়েছেন তিনি। রাজনীতি বিষয়ে গভীর মনস্তাত্ত্বিক মতামত আর ভাষা, সাহিত্য, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ নিয়ে তাঁর আছে মৌলিক বিশ্লেষণ। আমাদের ভাষা, রাষ্ট্র, স্বাধীনতা নিয়ে উল্লেখযোগ্য ভাষ্য রচনা করেছেন। তরুণ সমাজে এগুলোর প্রভাব নিয়েও তাঁর বৈদগুপূর্ণ আলোচনা স্মর্তব্য। তিনি একুশ বছরের প্রবন্ধ সাহিত্যের গতি-প্রকৃতিকেও বাদ দেননি তাঁর আলোচনা থেকে। একথা বললে অত্যুক্তি হবে না যে, ‘শ্রেষ্ঠ প্রবন্ধ’ গ্রন্থটি সিরাজুল ইসলাম চৌধুরীর ব্যক্তিত্ব ও চিন্তার বিশিষ্টতাকে উন্মোচন করতে বিশেষ সহায়ক হবে।