কাহিনীই নয়, কখনো একটা বিষয়ই হয়ে ওঠে গল্প। কখনো একটা লাইনই জানান দেয় পুরো গল্পকে। মনোজগতের রূপে, পরাবাস্তবের চিত্রকল্পে, আর বাস্তব চেতনার প্রিজমে প্রতীকায়নের দুনিয়া তুলে ধরতে এতটাই পারঙ্গম শূন্য দশকের গল্প। এগুলো বাংলা ছোটগল্পে সর্বশেষ ও উৎকৃষ্ট সংযোজন। কেননা এতে সংযোজিত হয়েছে মেধাবী এবং উল্লেখযোগ্য তরুণ কথাসাহিত্যিদের শ্রেষ্ঠ গল্পগুলো। ফলে বইটি হয়ে ওঠেছে সময়ের সর্বোৎকৃষ্ট গল্পসংকলন