ফ্ল্যাপে লেখা কিছু কথা
রবু ভীষণ দুঃখী একটা ছেলে। অনেক ছোটবেলায় সে তার বাবাকে হারিয়েছে। তার মা অতিকষ্টে তাকে নিয়ে সংসার চালান। তার মায়ের আশা রবু তার বাবার মতো বড় একজন বিজ্ঞানী হবে, কিন্তু লেখাপড়ায় তেমন মনে নেই রবুর। তার পড়াশোনা ভালো লাগে না। সে চায়, বড় হয়ে তার মায়ের দুঃখ দূর করবে। কিন্তু সেই তো অনেক পরের কথা। সে কবে বড় হবে! আর কবে তার মায়ের দুঃখ দূর করবে! তার সবুর সয় না, সে এক্ষুনি কিছু করতে চায়। তাই সে নির্জন পাহাড় বেয়ে প্রায়ই সমুদ্র সৈকতে একাকী ঘোরাঘুরি করে, যদি সে রূপকথার আলাদীনের প্রদীপটা পেয়ে যায়, তবে তার আর কোনো দুঃখ থাকবে না। এক মুহূর্তে দুনিয়াটা তার হাতের মুঠোয় চলে আসবে। তাকে যারা পছন্দ করে না, প্রায়ই অপমান করে, তাদেরও সে একহাত দেখে নেবে!
অবিশ্বাস্য হলেও রবু একদিন সত্যি সত্যিই তার কল্পনার জ্বীনির দেখা পেল। তারপর শুরু হলো জ্বীনি ও রবু বিজ্ঞান কল্পকাহিনীর মূল ঘটনা। এরপর একের পর এক ঘটতে থাকলো অস্বাভাবিক বিস্ময়কর সব ঘটনা, যা বিজ্ঞান কল্পকাহিনীকে নিয়ে যায় দুর্ণিবার আকর্ষণীয় এক পরিণতির দিকে।