বিশ্বায়নের বহুমাত্রিক ধারা বিশ্বব্যাপী বহমান। অতি দ্রুত তা প্রসার লাভ করেছে। বিশ্বব্যাংক, আইএমএফ, বিশ্ববাণিজ্য সংস্থার নীতিমালা অনুসারে বিভিন্ন রাষ্ট্র ও সরকার বিশ্বায়নের গতিধারাকে অবাধ ও তীব্রতর করেছে। এ বইটির বিয়াল্লিশটি প্রবন্ধে বিশ্বায়ন বিষয়ে বিভিন্ন চিন্তাবিদ, গবেষক ও বিশ্লেষকদের স্বকীয় ভাষ্য ও মনন প্রতিফলিত হয়েছে দৃষ্টিভঙ্গির বৈচিত্র্যে। বিশ্বায়নের লক্ষ্য-উদ্দেশ্য, বৈচিত্র্য ও বিশেষত্ব নিয়ে অনুসন্ধানী আলোকপাত রয়েছে রচনাগুলোতে। আর্থ-রাজনৈতিক ও সাংস্কৃতিক বিশ্বায়ন, বিশ্বায়িত সমাজ, গণতন্ত্র ও সুশাসনের বিশ্বায়ন, মৌলবাদ ও সন্ত্রাসের বিশ্বায়ন, উদারতাবাদী ও সাম্রাজ্যবাদী বিশ্বায়ন, নারীর ক্ষমতায়ন ও বিশ্বায়ন, বিশ্বায়ন ও খাদ্য নিরাপত্তা এ গ্রন্থের বিষয়বস্তু।