শান্তনু কায়সারের বঙ্কিমচন্দ্র বাংলা সাহিত্যে একটি বিশিষ্ট সংযোজন। বইটি সম্পর্কে লেখক-গবেষকদের সপ্রশংস দৃষ্টিভঙ্গিই এর প্রমাণ। অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘বঙ্কিমচন্দ্রে’র উপর বইটা চমৎকার। সাহিত্য সমালোচনার এই ধারাটা এগিয়ে নিয়ে যাওয়া দরকার। রশীদ আল ফারুকী লিখেছেন, ‘শান্তনু কায়সার তীক্ষ্ম শিল্পবোধ প্রয়োগের মাধ্যমে বঙ্কিমসাহিত্য বিশ্লেষণ করেছেন। তাঁর ভাষাও বেগবান।’ সমালোচক হীরেন চট্টোপাধ্যায় লিখেছেন, ‘কিছু নতুন কথা তিনি শোনাতে পেরেছেন বঙ্কিমচন্দ্রের উপন্যাস ও শেক্সপিয়রের নাটকের তুলনামূলক আলোচনায়।’ ১৯৮২ ও ’৮৪-তে প্রকাশিত বই দুটি একত্রে এবং নতুন প্রবন্ধ যুক্ত হয়ে পরিবর্ধিত-পরিমার্জিত অখণ্ড সংস্করণ হিসেবে প্রকাশিত হয়েছে।