রাজাকারকে খুন করতে পারেনি, তাই কলম দিয়েই একাত্তরের ‘সেই জানোয়ার’ ছবিটাকে হত্যা করলো ছোট্টমণি সোম! আর সেই ছোট্ট নিটু, যে কিনা বাবাকে বের করে আনার জন্য একটা চাকু দিয়ে কবরটাকে খুঁড়তে গিয়েছিল! এমন ভয়ংকর সুন্দর গল্প আছে আমাদের কিশোর সাহিত্যে। সেগুলো এক মলাটে হলো গুরুত্বপূর্ণ সংকলন। লিখেছেন সৈয়দ হক, সেলিনা হোসেন, হুমায়ূন আহমেদ, মুহম্মদ জাফর ইকবাল, আনিসুল হকদের মতো লেখকরা।