‘এক্কা এবং দোক্কা/ রাজাকারের চোখ খা।’ বলতে পারো লিখলো এটা কোন ছড়াকার? এমন অনেক ছড়া আছে, মুক্তিযুদ্ধের তুমুল দিনের। আরো আছে দামাল ছেলের-‘আগুন ছিল মুক্তিসেনার স্বপ্নঢলের বন্যায়/ প্রতিবাদের প্রবল ঝড়ে কাঁপছিল সব অন্যায়।’ মুক্তিযুদ্ধের সেরা ছড়াগুলোর সংকলন এটি। স্থান পেয়েছেন অন্নদাশঙ্কর রায়, রোকনুজ্জামান খান, শামসুর রাহমান, সুকুমার বড়-য়া, হাসান জানদের মতো তুখোড় ছড়াকারগণ। তাই ছন্দে ছন্দে বাজলো মুক্তি, বাংলাপ্রাণ।